ICB Islamic Bank Ltd.

Feedback

আইসিবি ইসলামিক ব্যাংক লি: এবং পিএইচপি অটোমোবাইলস লি: এর মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর

আইসিবি ইসলামিক ব্যাংক লি: এবং পিএইচপি অটোমোবাইলস লি: এর মধ্যে গত ১৪ ই অক্টোবর, ২০২১ আইসিবি ইসলামিক ব্যাংক লি: এর প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্বারক (এম ও ইউ) চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে নতুন গাড়ী ক্রয়ের ক্ষেত্রে পিএইচপি অটোমোবাইলস লি: এর সকল গ্রাহকগণ আইসিবি ইসলামিক ব্যাংক লি: থেকে আকর্ষণীয় মুনাফা হার এবং ছাড়যুক্ত প্রসেসিং ফি এর আওতায় অটো ফাইন্যান্স সহ অন্যান্য সুবিধা পেয়ে থাকবেন। এছাড়াও পিএইচপি অটোমোবাইলস লি: পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় অফারসহ বিশেষ সুবিধা।
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ শফিক বিন আবদুল্লাহ এবং পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব তাছির করিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকের কপি স্বাক্ষর ও বিনিময় করেন।
তাছাড়া উক্ত চুক্তি সাক্ষর অনুষ্ঠানে, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব অর্পিত বিনোদভাই পারিখ, হেড অফ রিকভারি জনাব ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন (অব:), হেড অফ ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট জনাব মো: তারেক-উস-সালাম এবং পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের পক্ষে ম্যানেজার জনাব রাকিব হোসাইন সহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।